নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭.2 মাত্রার ভূমিকম্প

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, অক্ষাংশ ছিল -২৯.৯৫ এবং দ্রাঘিমাংশ -১৭৮.০২ এবং ভূমিকম্পের গভীরতা নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ১০ কিলোমিটার।
ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ এবার ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে। নিউজিল্যান্ডের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইটবার্তায় জানিয়েছে, আজ নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
এনসিএস জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৬টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করেছে, "৭.২ মাত্রার ভূমিকম্পটি ২৪-০৪-২০২৩, ০৬:১১:৫২, লাট: -২৯.৯৫ এবং দীর্ঘ: -১৭৮.০২, গভীরতা: ১০ কিমি, অবস্থান: কেরমাডেক দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড। 
তবে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা নেই। "এম৭.১ কেরমাডেক দ্বীপপুঞ্জের ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সুনামির কোনো সতর্কতা নেই। তবে, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad