নিহত পাঁচজনের মধ্যে দু'জনের মাথার ওপর ২৫ লাখ টাকা করে পুরস্কার এবং বাকি দুজনের প্রত্যেকের জন্য পাঁচ লাখ টাকা করে পুরস্কার রয়েছে।
ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, "ছত্রায় এনকাউন্টারে পাঁচ জন মাওবাদী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি একে ৪৭ রাইফেল। অভিযান এখনও চলছে।“
এর আগে রবিবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলা থেকে তিন মাওবাদীকে গ্রেফতার করে পুলিশ ও ডিআরজি। ধৃতদের নাম সামুন্দ ওরফে সুমন সিং আঞ্চলা (৪২), সঞ্জয় কুমার উসেন্দি (২৭) ও পরশরাম ধাঙ্গুল (৫৫)।
আন্টাগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)সিনহা বলেছিলেন, মাওবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ দল এই অভিযান শুরু করে এবং কোয়েলিবেদা থানার অন্তর্গত জঙ্গল থেকে তিন মাওবাদীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এএসপি খোমন সিনহা আরও বলেন, "গ্রেফতার হওয়া নকশালরা নির্মাণ কাজে নিয়োজিত যানবাহনে আগুন দেওয়া, টাওয়ারে আগুন দেওয়া এবং পুলিশকে ইনফরমার এবং অন্যান্য হিসাবে চিহ্নিত করে লোকজনকে আক্রমণ করা সহ বেশ কয়েকটি ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।“