১০ কোটি টাকার সোনা চোরাচালানের অভিযোগে ১৮ জন সুদানী মহিলা সহ এক ভারতীয় আটক মুম্বাই বিমানবন্দরে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মুম্বই বিমানবন্দরে পেস্ট, সোনার কাটা টুকরা ও গয়না সহ সোনা পাচারের অভিযোগে ১৮ জন সুদানী মহিলা ও এক ভারতীয়কে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। তারা পেস্ট আকারে ১০.১৬ কোটি টাকা মূল্যের ১৬.৩৬ কেজি সোনা বহন করছিল। 
গত ২৪ এপ্রিল সংযুক্ত আরব আমিরাশাহি থেকে মুম্বাই গামী যাত্রীদের একটি সিন্ডিকেট ভারতে সোনা পাচার করছে এমন তথ্য পাওয়ার পর ডিআরআই কর্মকর্তাদের একটি দল বিমানবন্দরে নজরদারি শুরু করে।
সিন্ডিকেটের অংশ হিসাবে তিনটি ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের ডিআরআইয়ের একটি দল সনাক্ত করে এবং বিমানবন্দরেই আটক করে। তল্লাশির সময় ডিআরআই পেস্ট আকারে ১৬.৩৬ কেজি সোনা, সোনার কাটা টুকরো এবং গহনা উদ্ধার করে, যার মোট মূল্য ১০.১৬ কোটি টাকা। 
উদ্ধার হওয়া বেশিরভাগ সোনা সন্দেহভাজন যাত্রীদের দেহে লুকানো অবস্থায় পাওয়া গেছে, যার ফলে মূল্যবান ধাতুটি সনাক্ত করা অত্যন্ত কঠিন হয়েছিল। তল্লাশি চালিয়ে ৮৫ লক্ষ টাকা মূল্যের ১.৪২ কেজি সোনা, ১৬ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা এবং ৮৮ লক্ষ টাকার ভারতীয় নোটও উদ্ধার করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad