ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৩৪ মিনিটে পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রশাসনের পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে্, তিব্বতে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। তিব্বতের শিজাং শহরে রবিবার-সোমবার রাতে ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা ১২ মিনিটের দিকে শিলাংয়ে ভূকম্পন ঘটে। যার জেরে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এক টুইটবার্তায় এনসিএস বলেছে, '৭.২ মাত্রার ভূমিকম্পটি ০২-০৪-২০২৩ তারিখে আঘাত হানে, লাট: -৪.৩৪ এবং দীর্ঘ: ১৪৩.২৩, গভীরতা: ৮০ কিলোমিটার, অবস্থান: পোর্ট মোরেসবি, পাপুয়া নিউ গিনির ৭১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পটি -৪.৩৪ অক্ষাংশ এবং ১৪৩.২৩ দ্রাঘিমাংশে ৮০ কিলোমিটার গভীরে আঘাত হানে। আরও বিস্তারিত জানার অপেক্ষায় আছে।