আর, মে মাসের শেষ সপ্তাহে যাতে ফল প্রকাশ করা যায়, সেই বিষয়ে সংসদের সভাপতি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।
জুন নয়, মে মাসেই প্রকাশিত হতে পারে উচ্চ-মাধ্যমিকের ফল
1:26:00 PM
0
ভয়েস ৯, কলকাতা ব্যুরোঃ প্রথমে ঠিক ছিল জুনে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক ২০২৩ এর ফলাফল। কিন্তু, মে মাসের শেষ সপ্তাহেই ফল প্রকাশের কথাই সম্ভবতঃ ভাবছে উচ্চমাধ্যমিক সংসদ। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গেছে। বাকি চূড়ান্ত ফলাফল তৈরি, র্যা ঙ্কিং ও মার্কশীট প্রস্তুতির কাজ।
জানা গেছে, বিগত উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সময় থেকে অনেক এগিয়ে আনা হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক ফল প্রকাশের সময়। এই দ্রুত ফল প্রকাশের ব্যাপারে সংসদের ভাবনা, পড়ুয়ারা যাতে আগেভাগেই উচ্চ শিক্ষার ব্যাপারে তাদের পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে, তাই সামনের মাসেই ফল প্রকাশ করা হতে পারে।
Tags