ব্যারাকপুরে নদী পারাপারের প্রশিক্ষণের সময় ২ জওয়ানদের মৃত্যুঃ কোর্ট অফ ইনকোয়ারি (সিওআই) গঠন

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ব্যারাকপুরে নিয়মিত নদী পারাপারের মহড়ায় প্রাণ হারান ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ানের মৃত্যুর কারণ নির্ধারণের জন্য সেনাবাহিনী কোর্ট অফ ইনকোয়ারি (সিওআই) গঠন করেছে। জানা গেছে মৃতরা হলেন আসাম রেজিমেন্টের দুই জওয়ান, নায়েক লেংখোলাল ও সিপাহী অ্যালড্রিন হমিংথানজওয়ালা। নায়েক লেংখোলাল নাগাল্যান্ডের বাসিন্দা এবং সিপাহী অলড্রিন হমিংথানজুয়ালা মিজোরামের বাসিন্দা। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। ইস্টার্ন কমান্ড টুইট করে জানিয়েছে - ব্যারাকপুরে অ্যাসল্ট রিভার ক্রসিং অনুশীলনের সময় এন কে লেংখোলাল এবং সেপ অ্যালড্রিন হমিংথানজুয়ালার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতীয় সেনাবাহিনী আর ভারতীয় সেনাবাহিনী তাদের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad