এগরা বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়, মৃত্যু মূল অভিযুক্ত ভানু বাগের

নিজস্ব প্রতিনিধি, ভয়েস ৯ঃ গতকাল রাত ২ টা নাগাদ মৃত্যু হল এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর। বিষ্ফোরণের দু’দিনের মধ্যেই ওড়িশার কটক থেকে গ্রেফতার করা হয়েছিল ভানুকে। বিস্ফোরণে নিজেও জখম হয়েছিলেন ভানু। কিন্তু, তা সত্বেও বাঁচবার জন্য ও পুলিশের হাতে ধরার পরার ভয়ে ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে রক্তাক্ত অবস্থায় বাড়ি ছাড়েন তিনি৷ বাইকে রওনা দেন ওড়িশায়। এরপর শুরু হয় তল্লাশি৷ বুধবার ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছিল সিআইডির একটি বিশেষ দল৷
ভানু ঘনিষ্ঠ ৪ জনকে ডেকে জিজ্ঞাসাবাদও শুরু হয়৷ সেখান থেকে তার হদিশ মেলে। এরপর, সিআইডি আধিকারিকদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন ভানু৷ ভানুর পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগকে। জানা গিয়েছিল, ওড়িশার কটকের কটকের রুদ্র নার্সিংহোমেই ভর্তি ছিলেন তিনি৷ সেখানেই ২টো নাগাদ তার মৃত্যু হয়। জানা গেছে, তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। বেডের উপরে কলাপাতা বিছিয়ে তাকে শুইয়ে রাখা হয়েছিল। তবে, ওড়িশা পুলিশ ছিল পাহারায়৷ একটু সুস্থ হলেই ভানুকে ট্রানজিট রিম্যান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হত। কিন্তু তার আগেই মৃত্যু হল ভানুর। অনেকেই মনে করছেন ভানুর মৃত্যু, এই তদন্তে একটা নতুন মোড়। অনেক তথ্যই আর সামনে নাও আসতে পারে। কারণ পুলিশ ভানুকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad