অ্যান্ডোস্কপির মাধ্যমে রোগীর পেট থেকে বের হলো ১৫টি কলম

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের সিরাজগঞ্জে আব্দুল মোতালেব (৩৫) নামে এক মানসিক রোগীর পেটের ভিতর থেকে ১৫টি কলম বের করার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনও অপারেশন ছাড়া অ্যান্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করেন। অসুস্থ আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্যভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে সুস্থ্য অবস্থায় রয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad