ভয়েস ৯,
উত্তর-পূর্ব ডেস্কঃ রাহুল গান্ধীর মণিপুর থেকে মুম্বাই
পদযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এই ‘যাত্রা’ শুরু
হতে চলেছে মণিপুর থেকে আগামি ১৪ জানুয়ারী।
জানা গেছে, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ১৪ জানুয়ারী - সহিংসতা-কবলিত উত্তর-পূর্ব রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল থেকে বেলা ১২ টায় শুরু হবে। কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হবে। রাহুল গান্ধী তার মণিপুর থেকে মুম্বাই ৬৭০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন ৬৬ দিনে।
Read More: সাংসদ পদের পর এবার কি সরকারি বাংলো হারাবেন মহুয়া মৈত্র? হাইকোর্টের নির্দেশে মামলা প্রত্যাহার!
উত্তর-পূর্বে, পদযাত্রাটি মণিপুর, আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় রাজ্যগুলির মধ্য দিয়ে যাবে। এই যাত্রাটি উত্তর
প্রদেশে ১০০০
কিলোমিটার এবং আসামে ৮৮৩ কিলোমিটার পথ
অতিক্রম করবে। আসামে, রাহুল গান্ধী আট দিনের মধ্যে রাজ্যের ১৭ টি জেলা জুড়ে ৮৮৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন।