ভয়েস ৯, পটনাঃ বিহারের জেহানাবাদে প্রকাশ্য দিবালোকে এক তরুণীর খুনের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই জেলার কাকো থানা এলাকার কদারুয়া সেতুর কাছে স্কুটারে যাওয়ার সময় এক যুবক ও এক তরুণীর উপর গুলি চালানো হয়। গুলিতে ঘটনাস্থলেই রিচা কুমারী নামে এক তরুণীর মৃত্যু হয় এবং স্কুটি চালক উদয় কুমার নামে এক যুবকের বুকে গুলি লাগে।
সূত্রে জানা যায়, ২০২২ সালে হুলাসগঞ্জ গ্রামের বাসিন্দা গৌরব নামে এক যুবকের সঙ্গে কোকড়স গ্রামের মেয়ে রিচা কুমারীর প্রেমের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিনের মধ্যেই সেনাবাহিনীতে চাকরি পেয়ে যান গৌরব। কাজ পাওয়ার পর গৌরব রিচা থেকে আলাদা হতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রথমে থানায় এবং পরে আদালত পর্যন্ত গড়ায়। এই মামলায় গৌরব কারাগারে যান