বিশ্বজিৎ মন্ডল, ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে অপারেশন থিয়েটার। মফস্বল এলাকার সাধারণ মানুষের অর্থনৈতিক অস্বচ্ছতার কথা বিবেচনা করে স্বল্প খরচে এখানে সাধারণ অপারেশন করতে পারবে বলে এ উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।
তিনি আরও বলেন, আজ বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ মহোদয় অপারেশন থিয়েটার উদ্বোধন করেন । আমাদের অপারেশন থিয়েটার আগেই চালু ছিলো। কিন্তু ইচ্ছা থাকলেও সার্জারী ডাক্তার না থাকায় অপারেশন করা সম্ভব হয়নি। এখন আমাদের হাসপাতালে সার্জারী ডাক্তার রয়েছে। তাই আজ দুপুর ১ টায় সিভিল সার্জন স্যারের সার্বিক সহযোগিতায় সার্জারী ডাঃ মনিকা রানী কুন্ডু, কনসালট্যান্ট (গাইনি এ্যান্ড অবস) ও ডাঃ লাবনী পাল, সহকারী সার্জন এর নিরঙ্কুশ প্রচেষ্টায় অপারেশন শুরু হয়। প্রথম দিনেই সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টা অব্যহত রেখে সাধারণ মানুষের সর্বোচ্চ সেবা দান করে যেতে পারবো। সেই সাথে সিভিল সার্জন মহোদয়, হাসপাতালে সকল ডাক্তার, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।