খারাপ আবহাওয়াঃ বোঝা যাচ্ছে না কেউ বেঁচে আছেন কিনা

কাঠমুন্ডুঃ আজ সকালেও কেউ জানতো না কিছুক্ষণ পরেই তাদের জীবনে কী ঘটতে চলেছে। পোখরা বিমানবন্দরে বিমানে চড়ার পর সবাই বেশ খুশী ছিলেন, কিছুক্ষোন পর তারা যে যার গন্তব্যে চলে যাবেন। কিন্তু তা আর হল না। তারা হারিয়ে গেলেন মাঝ আকাশেই। মুস্তাং এ ভেনে পড়লো তারা এয়ারের বিমান। হিমালয়ের প্রত্যন্ত প্রান্তরে ছড়িয়ে পড়লো ভেঙ্গে পড়া বিমানের ধংসাবশেষ। মুস্তাং হিমালইয়ের একটি পার্বত্য এবং পঞ্চম বৃহত্তম জেলা যা মুক্তিনাথ মন্দিরের তীর্থযাত্রার আয়োজন করে। জেলাটি "হিমালয়ের ওপারে ভূমি" নামেও পরিচিত, এটি পশ্চিম নেপার হিমালয় অঞ্চলের কালী গন্ডাকি উপত্যকায় অবস্থিত। আর এখানেই হারিয়ে গেলেন বিমানের ২২ জন যাত্রী।
এই বিমানের যাত্রী ছিলেন ভারতের মুম্বাইএর ৪ জন। এদিকে খারাপ আবহাওয়ার জন্য বার বার বিগ্নিত হচ্ছে উদ্ধাররকার্য। যেখানে দূর্ঘটনা ঘটেছে, সেখানে হেলিকপ্টারে যাওয়া একেবারেই সম্ভব হচ্ছেনা, খারাপ আবহাওয়ার জন্য। ফলে, বোঝা যাচ্ছেনা, কেউ বেঁচে আছেন কিনা। যদি বেঁচেও থাকেন কেউ কেউ, উদ্ধারকারী দল যাবার আগে তারা কেমন থাকবেন, সেটা ভাবতেই বাড়ির লোকজন কেঁদে ফেলছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad