দিল্লি অগ্নিকান্ডঃ খোঁজ নেই ৩০ জনের, উদ্ধার দেহাংশ

দিল্লিঃ শুক্রবার দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে যে তিনতলা বাণিজ্যিক ভবনে আগুন লেগে 27 জনের মৃত্যু হয়, সেই ভস্মীভূত তিন তলা বাড়ি থেকে এখনও উদ্ধার হচ্ছে দগ্ধ দেহাংশ। ফায়ার সার্ভিসের কর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। তিনি। দলটি ঘটনাস্থল থেকে কিছু দেহাবশেষ খুঁজে পেয়েছে, যেগুলো মৃতদেহ বলে সন্দেহ করা হচ্ছে। তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহ সত্য প্রমাণিত হলে মৃতের সংখ্যা আরও বাড়বে। এই অগ্নিকাণ্ডে এখনও ২৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ নিখোঁজ বলেও সূত্রের খবর। এখনও পর্যন্ত 27 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 25 জনের লাশ শনাক্ত করা যায়নি।
জানা গেছে, ভস্মীভূত ওই তিন তলা বাড়িতে আগুন লাগার সময় প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। বলে দাবি করেন দুর্ঘটনায় 15 জন গুরুতর আহত হয়েছেন। 29 জন নিখোঁজ বলে জানা গেছে। শুক্রবার গভীর রাতে পুলিশ ভবনের মালিক হরিশ গোয়েল ও বরুণ গোয়েলকে হেফাজতে নিয়ে যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। মৃতের স্বজনদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad