পাস না করেই চাকরি ৩৮১ জনেরঃ SSC নিয়ে আদালতে রিপোর্ট বাগ কমিটির

সংবাদ ভয়েস ৯ঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাগ কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে এসএসসি পরীক্ষায় পাস করেনি এমন ৩৮১ জনকে চাকরি দেওয়া হয়েছে। রিপোর্টে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের তিন আধিকারীকের নাম উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত্র সরকারের নাম। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় কিনা তা রিপোর্টে লেখা হয়েছে।
শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়ে রিপোর্ট জমা দিয়েছে বাগ কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৩৮১ জন পাস না করেই চাকরি পেয়েছে এসএসসিতে। এসএসসির তিন আধিকারীক এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত্র সরকার এই তিন আধিকারীকের বিরুদ্ধে এফআইআর করার কথা লেখা হয়েছে। মেধা তালিকার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই ৩৮১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এসএসসির অফিস থেকেই পাঠানো হয়েছিল সুপারিশ পত্র। তাতে যুক্ত ছিলেন সৈমিত্র সরকার এবং শান্তি প্রসাদ সিনহা। ৩৮১ জনের ধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেলে ছিল না। এমনকী ওয়েটিং লিস্টেও ছিল না তাঁদের নাম। এঁরা কেউ লিখিত পরীক্ষায় পাস করেননি এবং পার্সোলিটি টেস্টও দেননি। এসএসসির চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের হাতে সব সুপারিশ পত্র তুলে দেওয়া হত। রাজেশ লায়েক নামে টেকনিকাশ অফিসার এবং ধ্রুব চক্রবর্তী পরবর্তী কাজগুলি করতেন। তাঁরা ২ জনই সফট কপি, সিডি, ইমেল সব তৈরি করে রাখতেন। তারপরে শান্তিপ্রসাদ সিনহার মদতে বাকি নিয়োগ প্রক্রিয়া করা হত।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad