উচ্চ মাধ্যমিকের পরে প্যারামেডিক্যাল বিষয় নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি

 


উচ্চমাধ্যমিক হয়ে গেছে। যারা সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পড়েছ, তাদের জন্য বেশ কয়েকটি কোর্সের কথা বলছি। প্রথমতঃ, যাদের স্বপ্ন ছিল ডাক্তারী পড়বে, অথচ, যে কোন কারণে তা সম্ভব হচ্ছে না , তাদের জন্য এই কোর্সগুলি কিন্তু ভীষণ লোভনীয়। তা ছাড়া ভালো রোজগারের সূযোগও রয়েছে। আজকাল স্বাস্থ্য পরিষেবার উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতাল, নার্সিংহোম, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির সংখ্যা। আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্যারামেডিক্যালে কাজ জানা কর্মীর চাহিদা। এই প্যারামেডিক্যাল কোর্সগুলি করলে স্বাস্থ্য পরিষেবার কাজে নিজেদের যুক্ত করতে পারবে

কোন কোন বিষয়ে প্যারামেডিক্যাল কোর্স পড়ানো হয়

ওটি টেকনিশিয়ান অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনোলজি,  রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, অপটোমেট্রি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডায়ালিসিস টেকনিশিয়ান, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওথেরাপিউটিক টেকনিকস, ইসিজি টেকনোলজি, অকুপেশনাল থেরাপি, মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স, নিউরোইলেকট্রোফিজিওলজি, পারফিউশন টেকনোলজি, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, নার্সিং ইত্যাদি।

অনুমোদিত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা স্কুল বা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল বা স্নাতক স্তরের পদার্থবিদ্যা, রসায়ন ও জীবনবিজ্ঞানে উত্তীর্ণরাই ভর্তি হতে পারে এই কোর্সে।

পশ্চিমবঙ্গে কোথায় প্যারামেডিক্যাল কোর্স পড়ানো হয়

প্যারামেডিক্যাল কলেজ, দুর্গাপুর

হেলেন কিলার সরণি, সেক্টর ২এ, বিধাননগর, দুর্গাপুর ৭১৩২১২, ফোন ০৩৪৩ ২৫৩২১৫৪, ০৩৪৩ ৩২০৫৩৫১।

কোর্স ও ফি (এগুলো পরিবর্তনশীল। কাজেই খোঁজখবর নিয়ে নেবে)

(১) সাড়ে চার বছরের ব্যাচেলর অব ফিজিওথেরাপি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। টিউশন ফি ২,১০,০০০ টাকা, কলেজ রেজিস্ট্রেশন ফি ৪০০০০ টাকা, ল্যাবরেটরি ফি (এককালীন) ১০০০০ টাকা ও কালচারাল, স্টুডেন্ট ফান্ড ২০০০ টাকা (প্রতি বছর)।

(২) চার বছরের ব্যাচেলর অব অপ্টোমেট্রি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি/ম্যাথমেটিক্স নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। কোর্স ফি ৫,০০,০০০ টাকা, ল্যাবরেটরি ফি (এককালীন) ১০০০০ টাকা ও কালচারাল, স্টুডেন্ট ফান্ড ২০০০ টাকা (প্রতি বছর)। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, একজামিনেশন ফি এবং ট্রেনিং-এর খরচ এখানে ধরা হয়নি।

(৩) তিন বছরের ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট। ন্যূনতম যোগ্যতা: অন্যতম বিষয় ইংরেজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। টিউশন ফি ৩,৪০,০০০ টাকা, কলেজ রেজিস্ট্রেশন ফি ৪০০০০ টাকা, ও কালচারাল, স্টুডেন্ট ফান্ড ২০০০ টাকা (প্রতি বছর)।

(৪) সাড়ে তিন বছরের ব্যাচেলর অব মেডিক্যাল ল্যাব টেকনোলজি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। টিউশন ফি ১,৭০,০০০ টাকা, কলেজ রেজিস্ট্রেশন ফি ৪০০০০ টাকা, ডেভেলপমেন্ট ফি ২০০০০ টাকা (প্রতি বছর), ল্যাব ফি ২৫০০০ টাকা (প্রতি বছর) এবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি ২০০০ টাকা (প্রতি বছর)।

বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.paramedicalcollege.org/


 

ড. কে আর অধিকারী কলেজ অব অপ্টোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি

বি-১৭/৩০(এস), আইটিআই মোড়, কল্যাণী ৭৪১২৩৫, ফোন ০৩৩ ২৫৮০ ৯৩৬৯।

কোর্স ও ফি

(১) আড়াই বছরের ডিপ্লোমা ইন অপ্টোমেট্রিক্যাল সায়েন্স (ডিওএস)। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি। ৮২০০০ টাকা।

(২) আড়াই বছরের ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবেরটরি টেকনিক (ডিএমএলটি), প্যাথোলজি টেকনিশিয়ান। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি। ৭২০০০ টাকা।

(৩) আড়াই বছরের ডিপ্লোমা ইন মেডিক্যাল রেডিওলজি টেকনিক (ডিএমআরটি), এক্স রে টেকনিশিয়ান। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি। ৭২০০০ টাকা।

(৪) আড়াই বছরের ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনিক (ডিপিটি), ফিজিওথেরাপিস্ট। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি। ৭২০০০ টাকা।

আর্টস ও কমার্সের ছাত্ররাও এই কোর্সগুলিতে ভর্তি হতে পারে। তবে তাদের মূল পড়াশোনার পাশাপাশি একটি ছমাসের প্রি-অপ্টোমেট্রি অ্যান্ড প্রি-টেকনোলজি কোর্স করতে হবে।  

বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.kradhikarycollege.org/


 

আইএএস অ্যাকাডেমি

৪/১০এ পোদ্দারনগর, যাদবপুর, কলকাতা ৭০০০৬৮। ফোন ০৩৩ ৪৬০২ ১৯৭১।

কোর্স ও ফি

(১) মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি।

(২) ফিজিওথেরাপিতে চার বছরের ব্যাচেলর ডিগ্রি। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি।

বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.iasindia.net

বেহালা ইনস্টিটিউট অব অ্যালায়েড হেলথ্‌ সায়েন্সেস

২সি/৬ বীরেন রায় রোড ওয়েস্ট, সঞ্জীব পল্লি, বেহালা চৌরাস্তার কাছে, কলকাতা ৭০০০৩৪, ফোন ০৯৮৩০৬ ৬২৯৩০।

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, ফিজিওথেরাপি অ্যান্ড অ্যাক্টিভিটি থেরাপি, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, অপ্টোমেট্রি, ডায়ালেসিস টেকনোলজি প্রভৃতি বিষয়ে বিএসএস ডিপ্লোমা। দ্বাদশ শ্রেণি পাশ যারা তাদের অগ্রাধিকার।  

বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট www.biahs.in

স্কুল অব নার্সিং অ্যান্ড মেডিক্যাল টেকনোলজি

সাউথ সিটি মল, ৪/১০এ পোদ্দারনগর, যাদবপুর, কলকাতা ৭০০০৬৮, ফোন ০৩৩ ৪০০৪ ৬৭৭১।

কোর্স ও ফি

(১) আড়াই বছরের ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাব টেকনোলজি (ডিএমএলটি)।ন্যূনতম যোগ্যতা: দ্বাদশ শ্রেণি। ২০ থেকে ৩০ হাজার টাকা প্রতি সেমিস্টারে, অ্যাডমিশন ফি ২৫০০০ টাকা।

(২) চার বছরের ব্যাচেলর ইন মেডিক্যাল ল্যাব টেকনোলজি (বিএমএলটি)। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি। ৩০ হাজার টাকা প্রতি সেমিস্টারে, অ্যাডমিশন ফি ৩০০০০ টাকা।

(৩) আড়াই বছরের ডিপ্লোমা ইন অপ্টোমেট্রি (ডিওপিটিএম)। ন্যূনতম যোগ্যতা: দ্বাদশ শ্রেণি। ২০ থেকে ৩০ হাজার টাকা প্রতি সেমিস্টারে, অ্যাডমিশন ফি ২৫০০০ টাকা।

(৪) চার বছরের ব্যাচেলর ইন অপ্টোমেট্রি (বিওপিটিএম)। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি। ৩০ হাজার টাকা প্রতি সেমিস্টারে, অ্যাডমিশন ফি ৩০০০০ টাকা।

(৫) দুবছরের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন প্র্যাক্টিসেস। ন্যূনতম যোগ্যতা: দ্বাদশ শ্রেণি। ১০ হাজার টাকা প্রতি সেমিস্টারে, অ্যাডমিশন ফি ১৫০০০ টাকা।

বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.nursingandmedicalcollege.com/

এমকে প্যারামেডিক্যাল কলেজ

চিনার পার্ক, সুকান্ত পল্লি, বাগুইআটি, কলকাতা ৭০০১৩৬, ফোন ০৯০৫১৬ ০৮০৬২।

কোর্স

(১) মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে তিন বছরের বিএসসি ও দুবছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি।

(২) অপারেশন থিয়েটার টেকনোলজিতে দুবছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি।

(৩) রেডিও ইমেজিং টেকনলজিতে দুবছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি।

(৪) এক্স রে ও ইসিজি টেকনলজিতে দুবছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি।

আরও বহু বিষয়ে এক বছরের ডিপ্লোমা ও সার্টিফেকেট কোর্স।       

বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট  http://dpmiindia.com/

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad