সাহারা ইণ্ডিয়ার মালিক সুব্রত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: পাটনা হাইকোর্ট

নিউজ ডেস্কঃ বিনিয়োগকারীদের টাকা ফেরত না দেওয়ায় সাহারা ইন্ডিয়ার মালিক সুব্রত রাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাটনা হাইকোর্ট বিহার, দিল্লি ও উত্তরপ্রদেশের ডিজিপিকে সুব্রত রায়কে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। হাইকোর্ট একদিন আগে সুব্রত রাইকে আদালতে হাজির হওয়ার আল্টিমেটাম দিলেও তিনি আসেননি। হাইকোর্টে সুব্রত রাইয়ের মেডিকেল রিপোর্ট পেশ করেন আইনজীবী। মেডিকেল রিপোর্ট দেখে বিচারপতি সন্দীপ কুমার বলেন, সুব্রত রায়ের এমন কোনো রোগ নেই যে তিনি আদালতে আসতে পারবেন না। হাইকোর্টে টাকা ফেরত দিতে পাটনা হাইকোর্টে আবেদন করেছেন বিনিয়োগকারীরা। এই মামলায় আদালত ১২ মে হাজির হওয়ার কথা বললেও সুব্রত রাই অন্তর্বর্তীকালীন আবেদন করে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন, যা বৃহস্পতিবার খারিজ করে দেয় আদালত। বিচারপতি সন্দীপ কুমার নির্দেশ দিয়েছিলেন যে সাহারা ইন্ডিয়ার মালিক সুব্রত রায়কে শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাজির হতে হবে। আগামীকাল তিনি যদি শারীরিকভাবে না আসেন, তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন হাইকোর্ট। বিচারপতি সন্দীপ কুমার শুনানির সময় বলেন, সুব্রত রায় হাইকোর্টের চেয়ে বড় নন। আজ না এসে সে অনেক বড় ভুল করেছে। প্রশ্নবিদ্ধ সুরে হাইকোর্ট বলেন, কে এই সুব্রত রায় সাহারা, যিনি আদালতে আসতে পারেন না? তাদের আদালতে আসতে হবে, তাদের দেখতে হবে এখানে মানুষ কেমন বিরক্ত হয়?
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad