ভারতের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করে 'শিবশঙ্কর হালদার' পরিচয়ে পশ্চিমবঙ্গে ছিলেন পিকে হালদার

ঢাকাঃ কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে বাংলাদেশে ওয়ান্টেড প্রশান্ত কুমার হালদারকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের প্রধান কৌঁসুলি খুরশীদ আলম বলেন, “আমরা জানতে পেরেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গে পিকে হালদারকে গ্রেপ্তার করেছে।” ভারতের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করে 'শিবশঙ্কর হালদার' পরিচয়ে পশ্চিমবঙ্গে ছিলেন পিকে হালদার। পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন পিকে হালদার। তিনি জালিয়াতির মাধ্যমে এসব পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন বলে এক বিবৃতিতে জানায় ইডি।
কয়েক কোটি টাকার আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিকে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয় বলে জানায় ইডি। ইডি জানিয়েছে, তারা ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পিকে হালদারসহ ৩ জন বাংলাদেশি। পশ্চিমবঙ্গে পিকে হালদারের সহযোগীদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জায়গাতেও এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ কীভাবে পিকে হালদারকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সে বিষয়ে আলম বলেন, "সেখানে যে নির্দিষ্ট আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে গ্রেপ্তার দেখানো হবে অথবা ভারতের সাথে পারস্পরিক চুক্তি বা প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।" পারস্পরিক চুক্তির মাধ্যমে ভারতকে হালদার সম্পর্কে তথ্য চাওয়া হয়। “পিকে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হলে তাকে আদালতে হাজির করা হবে। এরপর তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে দুদক। দুদক আদালতের আদেশ অনুসরণ করবে,” আলম বলেন, হালদারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে ৩৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad