বিহারের ঔরঙ্গাবাদ জেলায়, সন্দেহভাজন নকল মদ কেলেঙ্কারিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩

পটনাঃ বিহারের ঔরঙ্গাবাদ জেলায় নকল মদ কেলেঙ্কারিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। অনেকে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এর আগে, ঔরঙ্গাবাদ পুলিশ দাবি করেছিল যে শনি ও মঙ্গলবারের মধ্যে নকল মদ খাওয়ার কারণে খিরিয়াওয়া গ্রামের তিনজন এবং মদনপুর থানার রানিগঞ্জ গ্রামের দুজন সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।ঔরঙ্গাবাদ এবং গয়ার এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) বিহার সরকারকে নোটিশ দিয়েছে এবং এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বলেছে। 

মৃতদের নাম বিনোদ পাল (৫৫), সোনওয়া কুনওয়ার (৬০), কামেশ্বর কুমার (৩৫), শিব সা, শম্ভু ঠাকুর, অনিল শর্মা, বিনয় কুমার গুপ্ত (৩০), মনোজ যাদব (৬৫), রবীন্দ্র, প্রাক্তন সরপঞ্চ। অপর তিনজন ধনঞ্জয় চৌধুরী, মোহাম্মদ নেজাম এবং সুবোধ সিং-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের গয়া জেলার শেরঘাটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্য অনুসারে, ঝাড়খণ্ড থেকে মদের একটি চালান মদনপুর, সালায়া এবং গয়ার আমাস ব্লকে বিতরণ করা হয়েছিল। 

এদিকে, মঙ্গলবার, রহস্যজনক পরিস্থিতিতে তিনজনের মৃত্যু হয়েছে এবং আটজনকে গয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা দাবি করছেন, সোমবার বিয়ের অনুষ্ঠানে তারা নকল মদ খেয়েছিলেন। মৃতদের নাম অমর পাসওয়ান (২৬), রাহুল কুমার (২৭) এবং অর্জুন পাসওয়ান (৪৩)৷ এরা সকলেই জেলার আমাস থানার অন্তর্গত পাথারা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল যেখানে তারা দেশী মদ খেয়েছিল বলে অভিযোগ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad