মুর্শিদাবাদে বৃদ্ধকে জোর করে প্রস্রাব পানঃ আত্মহত্যা করলেন ওই বৃদ্ধ

বহরমপুরঃ জাদুবিদ্যার সাহায্যে অন্যের ক্ষতি করছে সন্দেহে এক বৃদ্ধকে জোর করে মলমূত্র পান করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরপর ওই ৬৮ বছর বয়সী ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ঘটনাকে সভ্য সমাজের এক কলঙ্ক বলে বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন মানুষজন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 জানা গেছে, ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার মথুরাপুর গ্রামের। নিহতের নাম মানিক সরদার। স্থানীয় লোকজন জানায়, জনতা সরদারের মেয়ে (মানিক সরদারের নাতনি) অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু, মেয়েটিকে বাঁচানো যায়নি, সোমবার তার মৃত্যু হয়।

মেয়েটি মারা গেলে ওঝা জানান, মেয়েটির দাদা ও পাশের বাড়ির চারজন সদস্য তাকে জাদু করত। এই মেয়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। এরপর উত্তেজিত গ্রামবাসীরা ওঝার বলে দেওয়া ব্যাক্তিদের বাড়ি আক্রমণ চালায় বলে অভিযোগ। অভিযোগে জানা গেছে, গ্রামবাসীরা প্রথমে মানিক সর্দারকে নির্মমভাবে মারধর করে। তারা এখানেই থেমে থাকেনি, পরে মানিক সরদারকে প্রস্রাব ও মল পান করতে বাধ্য করে। মানিক প্রস্রাব ও মল খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় আরেক পরিবারের সদস্যদেরও প্রস্রাব পান করানো হয়। আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন মানিক। অভিযোগে জানা গেছে, এরপর মানিক মানসিকভাবে ভেঙ্গে পরে। তারপর আত্মহত্যার পথ বেছে নেয়।এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad