বিয়ের অজুহাতে মহিলা কনস্টেবলকে ধর্ষণ

বিয়ের অজুহাতে মহিলা কনস্টেবলকে ধর্ষণ, কয়েক লক্ষ টাকাও হাতিয়েছে পুলিশ

নিউজ ডেস্ক, লখনউ :  উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে এসেছে। এক মহিলা কনস্টেবল 
বিয়ের অজুহাতে শারীরিক সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ এনেছেন এক পুলিশকর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই মহিলা 
কনস্টেবলের অভিযোগ, ওই পুলিশকর্মী তার বোনকে বিয়ে করার জন্য তার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 
তবে মহিলা কনস্টেবল তাকে বিয়ের কথা বললে তিনি পিছু হটলে বিষয়টি মারামারি পর্যন্ত গড়ায়। এর পরে, মহিলা ক
নস্টেবলের পরিবারের সদস্যরা জেলার রামসনেহিঘাট কোতোয়ালির কোঠি থানায় নিযুক্ত কনস্টেবল এবং তার পরিবারের 
সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এখন তদন্ত করছে পুলিশ।
জানা গেছে, বারাবাঙ্কি জেলায়, এক মহিলা কনস্টেবল শচীন কুমার নামে এক পুলিশকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 
শারীরিক নির্যাতন এবং অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ করেছেন। মহিলা কনস্টেবল জানিয়েছেন যে তিনি 2019 
সাল থেকে কোঠি থানায় পোস্টিং ছিলেন। 
একই সময়ে তিনি মোরাদাবাদ জেলার ভগতপুর থানার অন্তর্গত বাবুপুর চাঁদপুরের বাসিন্দা শচীন কুমারের সাথে 
দেখা করেন। মহিলা কনস্টেবলের মতে, বিয়ের অজুহাতে শচীন তার সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক রাখত। এদিকে 
শচীন তার বোনের বিয়ের কথা বলেন এবং আর্থিক সংকটের কথা বলে তার কাছ থেকে টাকাও নেন। ওই মহিলা
 জানান, তার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

 

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad