মধ্যরাতে ক্রেমলিনের দিকে পুতিনের গাড়িবহর: কেন?

 


নিউজ ডেস্কঃ মধ্যরাতে ক্রেমলিনের দিকে ছুটে যাওয়া পুতিনের গাড়ির বহর এর একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইউক্রেনে বিশেষ অভিযানঘোষণার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে এই জল্পনা এখন তুঙ্গে। শনিবার টুইটারে শেয়ার করা ৩৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে ক্রেমলিনের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন দ্রুত ছুটে যাচ্ছে। কয়েকজন পথচারী সেই গাড়িবহরের তাকিয়ে আছেন। পুতিনের সাঁজোয়া লিমোজিনও ওই গাড়িবহরে ছিল।
রাশিয়ান ভাষার টেলিগ্রাম চ্যানেল অনুযায়ী স্থানীয় সময় রাত ১১টায় ফুটেজটি রেকর্ড করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক ওই ভিডিওর সঙ্গে দেওয়া রুশ ভাষায় অনুবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কারণেই এই রাতের সফর। বিশেষ করে (বেলারুশের প্রেসিডেন্ট) আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পটভূমিতে। তবে প্রেসিডেন্ট পুতিন জরুরি বিবৃতি দেবেন এমন খবর অস্বীকার করেছে রুশ সরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে নিউজউইক জানিয়েছে, না, এটা সত্য নয়।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের গাড়িবহর ক্রেমলিনে প্রবেশ করার কয়েক ঘন্টা পরই রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad