সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানোর অভিযোগে দিল্লিতে নূপুর শর্মা, নবীন জিন্দাল, সাবা নকভির বিরুদ্ধে মামলা

নতুন দিল্লিঃ সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো, গোষ্ঠীকে উসকানি দেওয়া এবং জনসাধারণের শান্তি বজায় রাখার জন্য ক্ষতিকারক পরিবেশ তৈরি করার অভিযোগে দিল্লি পুলিশ বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, সাংবাদিক সাবা নকভি এবং আরও অনেকের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ বলেছে যে সোশ্যাল মিডিয়াতে দেশের সামাজিক কাঠামোর পরিপন্থী বিষয়বস্তু পোস্ট করার ক্ষেত্রে তাদের কী ভূমিকার তা তদন্ত করে দেখা হবে। এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হলেন নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, শাদাব চৌহান, সাবা নকভি, মাওলানা মুফতি নাদিম, আবদুর রেহমান, গুলজার আনসারি, অনিল কুমার মীনা এবং পূজা শাকুন রয়েছেন। প্রঙ্গত উল্লেখ্য, নবী মুহাম্মদের বিরুদ্ধে নূপুর শর্মার মন্তব্যের কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হল। কেননা প্রায় এক ডজনেরও বেশি আরব দেশ তার বক্তব্যের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আন্তর্জাতিক বিতর্ক সৃষ্টি করেছে। এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, বিজেপি তাকে প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করেছে। দল জিন্দালকেও বরখাস্ত করেছে, যিনি নবীর বিরুদ্ধে একটি বিতর্কিত টুইট লিখেছেন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad