বাংলাদেশের সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পাওয়া গেল বিশ্বের ৪র্থ বিষধর ইয়োলো-বিল্ড স্নেকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশের পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে একটি বিষধর ইয়োলো-বিল্ড স্নেকের। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে স্থানীয়রা এটি মৃত অবস্থায় দেখতে পান। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সাপটি উদ্ধার করেন। ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এটি ভেসে এসেছে। সাপটির দৈর্ঘ্যে ১ ফুটের বেশি। তবে ঠিক কি কারণে এটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওযার্ল্ড ফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না। এটি সংরক্ষণের চেষ্টা চলছে। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সাপটি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের মাটি চাপা দিতে বলা বলেছে। কারণ এটি মৃত অবস্থাতেও ভয়ঙ্কর বিষধর।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad