২০২১-২২ সালে ৯৪টি ইউটিউব চ্যানেল, ১৯টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে কেন্দ্রিয় সরকার

ভয়েস ৯, নতুন দিল্লিঃ আজ কেন্দ্রিয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০২১-২২ সালে ৯৪ টি ইউটিউব চ্যানেল ও ১৯টি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই ইউ টিউব ও সোস্যাল মিডিয়াগুলি দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছিল। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে ঠাকুর বলেন, মন্ত্রণালয় ৯৪টি ইউটিউব চ্যানেল, ১৯টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ৭৪৭টি ইউআরএল-এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সেগুলো বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, 'তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকার ইন্টারনেটে ভুয়া খবর ও অপপ্রচার চালিয়ে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করা সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরের কথা উল্লেখ করে, ঠাকুর বলেন তিনি একজন 'ফ্যাক্ট-চেকার', কিন্তু ফ্যাক্ট চেকের পিছনে থেকে সমাজে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন। তিনি বলেন, "যারা এই ধরণের কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad