সংসদে পুস্তিকা ও প্ল্যাকার্ডের উপর নিষেধাজ্ঞা জারিঃ বাদল অধিবেশনে ঝড়ের সম্ভাবনা

নতুন দিল্লিঃ প্রথমে অসংসদীয় শব্দের নতুন তালিকা, তারপর সংসদ চত্বরে ধর্নায় নিষেধাজ্ঞা এবং এখন লোকসভায় পুস্তিকা, পোস্টার, প্ল্যাকার্ডের উপর নিষেধাজ্ঞা জারি। সব মিলিয়ে ১৮ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বর্ষাকালীন অধিবেশনও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই নয়া নিয়ম নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিরোধী নেতারা। শুক্রবার লোকসভা সচিবালয় একটি অ্যাডভাইজরি জারি করে বর্ষাকালীন অধিবেশন চলাকালীন হাউসে কোনও পুস্তিকা এবং প্ল্যাকার্ড বিতরণ নিষিদ্ধ করেছে। সংসদ চত্বরে ধর্নায় নিষেধাজ্ঞা জারির পর সংসদে গন্ডগোলের সম্ভাবনার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার, সংসদ চত্বরে ধর্না ও বিক্ষোভও নিষিদ্ধ করা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার উভয় কক্ষেই অসংসদীয় বলে বিবেচিত শব্দের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়। এসব নিয়ে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছেন বিরোধী দলের নেতারা। এখন ব্যানার, প্ল্যাকার্ড ও প্যামফ্লেটের উপর নিষেধাজ্ঞা তাদের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। গত কয়েকটি অধিবেশনে বিরোধী দলগুলি, বিশেষ করে রাজ্যসভায় ব্যাপক হট্টগোল হয়েছিল। সদস্যরা প্ল্যাকার্ড ও পুস্তিকা ছিঁড়ে, চেয়ারের উপর নিক্ষেপ করে বা প্ল্যাকার্ড নাড়াতে থাকে, হাউস থেকে বেরিয়ে আসে। এর জেরে হাউসের কাজকর্মে ব্যাপক ব্যাঘাত ঘটে। সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, 'কী দৃশ্য। ভারতের আত্মা, তার গণতন্ত্র এবং তার কণ্ঠকে শ্বাসরোধ করার চেষ্টা ব্যর্থ হবে।“ সংসদ চত্বরে ধর্নায় নিষেধাজ্ঞা জারির কথা গতকালই প্রথম জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। সমালোচনা করে তিনি বলেন, "বিশ্বগুরুর আর একটা কাজ, ধরনা নিষিদ্ধ। '
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad