হাইকোর্টে বিপাকে বিজেপি, বিষয় ২১ এর উলুবেড়িয়া সভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ তৃণমূলের ২১ জুলাই কর্মসূচিকে ঘিরে যখন চূড়ান্ত প্রস্তুতি চলছে, তখন বিজেপি এর উলুবেড়িয়া সভার ডাক আবার একটা নতুন প্রশ্নের অবতারণা করলো। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের সঙ্গে শক্তি পরীক্ষার টক্কর দেওয়ার জন্য নয়, মুলতঃ এটা রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা ভুল পথ। জানা গেছে, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সভার পাল্টা উলুবেড়িয়ায় একটা জনসভার ডাক দিয়েছে বিজেপি। এই সভার মূল বক্তা শুভেন্দু অধিকারী। কিন্তু অনুমতি না মেলায় শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতারা। কিন্তু সেখানেও বিচারকের প্রশ্নের সম্মুখীন হলেন বিজেপির আইনজীবী। আদালতের তরফে প্রশ্ন করা হয়, কেন ওই দিনেই সভা করতে হবে? কিন্তু বিজেপির তরফে কোনও উত্তর মেলেনি। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানতে চান, ২১ জুলাই সভার কী গুরুত্ব রয়েছে? ওই দিনেই কেন সভা? বিজেপির আইনজীবীর তরফে বলা হয়, অনেক আগে ঘোষণা ছিল এই কর্মসূচি। প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজ তুলে ধরতেই এই কর্মসূচি। এরপরেই বিচারপতি বলেন, ওই দিনেই কেন? কেন ২২ অথবা ২৩ নয় কেন?
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad