নূপুর শর্মার গ্রেফতারিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের: ১০ আগস্ট পরবর্তী শুনানি

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ আপাতত স্বস্তি মিললো বিজেপির প্রাক্তন মুখপাত্র তথা সাসপেন্ডেড নেত্রী নূপূর শর্মার। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি বি পাদ্রিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শীর্ষ আদালত ১০ অগস্ট পর্যন্ত তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দেয়। এর সঙ্গে সব পক্ষকে নোটিসও দিয়েছে আদালত। 

শুনানি চলাকালীন নূপুরের আইনজীবী জানান, তাঁর প্রাণনাশের হুমকি রয়েছে। এ নিয়ে তিনি চিন্তিত। পাটনা থেকে পাকিস্তান, তাদের হত্যার ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে এসেছে। নূপুর শর্মার আইনজীবী শুনানির সময় বলেন, “মামলাটি দিল্লি হাইকোর্টে স্থানান্তর করা হোক।“ 

 সুপ্রিম কোর্ট: মাননীয় বিচারপতি সূর্য কান্ত বলেন, আপনি কি দিল্লি হাইকোর্টে যেতে চান? নূপুরের আইনজীবী 

অ্যাডভোকেট মানবেন্দ্র সিং বলেন, “হ্যাঁ, আমরা সেটাই চাই। প্রথম এফআইআর দায়ের হয়েছে দিল্লিতে। সেই আইনেই বলা হয়েছে, যেখানে প্রথম এফআইআর হয়েছে, সেখানে শুনানি হওয়া উচিত। আপনার শেষ আদেশের পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। পাকিস্তান থেকে এক ব্যক্তি এসেছিলেন বলে খবর। পাটনা থেকে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।"

 সুপ্রিম কোর্ট: নূপুর শর্মার নতুন আবেদনে কী আছে? 

নূপুরের তরফে দায়ের করা নতুন আবেদনে বলা হয়েছে, আদালতের পর্যবেক্ষণের পর তাঁর প্রাণনাশের হুমকি আরও বেড়েছে। এই অবস্থায় ৮টি রাজ্যে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি থেকে মুক্তি দেওয়া হোক। কেন্দ্র ছাড়াও মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক, জম্মু-কাশ্মীর ও অসমকে এই পিটিশনে পক্ষ করা হয়েছে। ইতিমধ্যেই ২ জুলাই থেকেই লুকআউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ। নূপুর আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের করা এফআইআর-এ জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হননি, যার পরে নোটিশ জারি করা হয়েছিল। একইসঙ্গে মহারাষ্ট্র ও তেলেঙ্গানা পুলিশও নূপুরকে জেরা করতে চায়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad