ইউরোপ জুড়ে ভয়ঙ্কর ওজোন দূষণ নিয়ে সতর্কতা জারিঃ বাড়ছে তাপমাত্রা, জ্বলছে বাড়ি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এক ভয়ঙ্কর আবহাওয়া গোটা ইউরোপ জুড়ে। পরিবেশ দূষণের ফল কী ভয়াবহ হতে পারে, এখনো মানুষ বুঝছে না। বদলে যাচ্ছে জলবায়ু। কোথাও বন্যা, কোথাও খরা। তবু নির্বিবাদে চলছে বায়ু দূষণ। বাড়ছে দু-চাকা গাড়ির সংখ্যা, কমছে সাইকেল। অবাধে দূষণ হচ্ছে, সচেতনতা বাড়ানোর সেরকম কোনো উদ্যোগ সরকারী ভাবেও খুব একটা চোখে পড়ে না। বিলাসী মানুষদের জন্য আজ পৃথিবী এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলছে। যুদ্ধের ফলেও বাড়ছে পরিবেশ দূষণ। পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, এভাবে চললে, আগামী ১৫ বছরের মধ্যেই বহু উপকূলীয় অঞ্চল চলে যাবে জলের নীচে। বেড়ে যাবে পৃথিবীর তাপমাত্রা। এক এক অঞ্চলে এক এক রকম জলবায়ু তৈরি হবে। মঙ্গলবার (১৯ জুলাই) ব্রিটেনে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। শুধু ব্রিটেনই নয়, গোটা ইউরোপই তীব্র তাপপ্রবাহে জর্জরিত। গরম আবহাওয়ায় লন্ডন জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যেই, এই অঞ্চলের বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ পরিষেবা একটি সতর্কতা জারি করেছে যে তাপপ্রবাহটি খুব উচ্চ মাত্রার ক্ষতিকারক ওজোন দূষণ তৈরি করছে। এতে আরও বলা হয়, পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ এলাকাও দাবানলের 'মুখে দাঁড়িয়ে।
কোপারনিকাস মনিটরিং সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, "টিন্ডার শুষ্ক পরিস্থিতি এবং চরম তাপ” দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে পশ্চিম ইউরোপের একটি বড় অংশ "চরম আগুনের বিপদের" মধ্যে রয়েছে এবং কিছু অঞ্চল "খুব চরম আগুনের বিপদের" মধ্যে রয়েছে। কোপারনিকাস আরও বলেন, বিজ্ঞানীরা সতর্ক করে দিইয়েছেন দক্ষিণ ইউরোপে "ওজোন দূষণের খুব উচ্চ মাত্রা" আগামী সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলকে প্রভাবিত করতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad