ঋণের দায়ে দুই শিশুকন্যাকে ৮০ হাজার টাকায় বিক্রি করলেন বাবা

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে ঋণের টাকা পরিশোধের জন্য দুই কন্যাশিশুকে ৮০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবা এমরান হোসেন হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিজিবাড়ির বাসিন্দা। তিনি বেকারি ব্যবসায়ী। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ছোট মেয়ে রিয়াকে (দেড় বছর) ৪০ হাজার ও বড় মেয়ে ইভাকে (৩) ৪০ হাজার টাকায় বিক্রি করেন এমরান হোসেন। বেকারি ব্যবসার ঋণ পরিশোধের জন্য তিনি সন্তানদের বিক্রি করেন বলে অভিযোগ স্ত্রীর। ঘটনাটি দেড় বছর আগে ঘটলেও সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে স্থানীয় সাংবাদিকরা বাড়িতে গেলে দুই শিশুর মা জান্নাত বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জান্নাত বেগম জানান, এমরান হোসেন দুই বিয়ে করেছেন। পরিবারে অভাব-অনটন থাকায় দ্বিতীয় স্ত্রী জান্নাতকে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতে পাঠান স্বামী। তখন দ্বিতীয় স্ত্রীর দুই শিশু সন্তানকে প্রথম স্ত্রী ইয়াছমিনের কাছে রেখে দেন। এ সুযোগে জান্নাতকে না জানিয়ে তার দুই শিশুসন্তানকে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন এমরান। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি মা। সন্তান জন্ম দেওয়ার পর কিছুদিন লালনপালন করেছি। কিন্তু তাদের কোনও স্মৃতি আমার কাছে নেই। এমনকি দুই মেয়ের একটি ছবিও নেই। আমি আমার মেয়েদের দেখতে চাই। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মঙ্গলবার বিকালে বিষয়টি জানতে পেরেছি। বুধবার ওই বাড়িতে যাবো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। সেইসঙ্গে দুই সন্তানকে উদ্ধারের চেষ্টা করবে পুলিশ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad