লখনৌ: ভয়ঙ্কর পিটবুল প্রজাতির কুকুরের আক্রমনে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু

প্রতীকী ছবি
পিটবুল প্রজাতি বিপজ্জনক, অনেক দেশেই লালন-পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বলছেন পশুচিকিৎস্ক ডাঃ অভিনব ভার্মা পিটবুলকে কুকুরের একটি বিপজ্জনক প্রজাতি বলে মনে করেন। এি প্রজাতিটি জার্মান ইত্যাদি অনেক দেশে নিষিদ্ধ। অনেক দেশেই এটি বাড়িতে রাখার উপর নিষেধাজ্ঞা রয়েছে, তবে এখানে তা নেই। সেই কারণে কুকুর লালন-পালনের লাইসেন্স ইস্যু করা হয়। পুরসভা যে ২৩টি পিটবুল লাইসেন্স দিয়েছে, তার মধ্যে ইন্দিরা নগর ও গোমতী নগরে রয়েছে আরও বেশি।
লখনউঃ লখনউয়ের কাইজারবাগের বাঙালি টোলার বাসিন্দা সুশীলা ত্রিপাঠী (৮২) মঙ্গলবার সকালে নিজের বাড়ির পিটবুলের (একশ্রেণির কুকুর) আক্রমনে গুরুতর আহত হন। পরিবারের লোকেরা তাঁকে চিকিৎসার জন্য বলরামপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। হাসপাতাল থেকে পুলিশে জানানো হলে পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়। ময়না-তদন্তের পর গভীর রাতে দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। সুশীলা ত্রিপাঠী নারী শিক্ষা নিকেতনে শিক্ষিকা হিসাবে নিযুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লখনউয়ের কাইজারবাগের বাঙালি টোলায় সপরিবারে থাকেন সুশীলা ত্রিপাঠী। বাড়িতে তার ছেলে, একজন পরিচারিকাসহ আরও অনেকে রয়েছেন। এছাড়া রয়েছে দুটি পোষা কুকুর। একটি ল্যাব্রাডর এবং অন্যটি ভয়ঙ্কর পিটবুল প্রজাতির। ছেলে অমিত ত্রিপাঠী আলিগঞ্জের একটি জিমের প্রশিক্ষক। মঙ্গলবার সকালে ছেলে অমিত জিমে যান। ঠিক সেই সময়, সুশীলা ছাদে কুকুরগুলিকে হাঁটছিলেন। এরই মধ্যে হঠাৎ পিটবুল তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে চিৎকার করে ওঠেন বৃদ্ধ সুশীলা। পিটবুল তার পেট, মাথা, মুখ, পা এবং হাতের বেশ কয়েকটি জায়গায় ভয়ঙ্করভাবে কামড় বসায়। সুশীলার চিৎকার শুনে পরিচারিকা ছাদে গিয়ে সুশীলাকে রক্তে ভেজা অবস্থায় কাতরাতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি অমিতকে খবর দেন। অমিত সঙ্গে সঙ্গে সুশীলাকে বলরামপুর হাসপাতালে ভর্তি করেন। যেখানে তার চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা সুশীলাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই দেহ নিয়ে যেতে চেয়েছিল পরিবার। কিন্তু হাসপাতালের কর্মীরা পুলিশে খবর দেন। চক পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি হেফাজতে নেয় এবং মৃতদেহটি ময়নাতদন্তের পাঠায়। জানা গেছে, শহরে ২৩টি পিটবুল রয়েছে। মৃত শিক্ষিকার কাছে পুরসভার লাইসেন্স ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। বিপজ্জনক ক্যাটাগরিতে থাকা এই প্রজাতির কুকুর অনেক দেশেই নিষিদ্ধ হলেও এখানে তা হয় নি। জানা গেছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন এপ্রিল থেকে ৪৮২৪ টি সমস্ত প্রজাতির কুকুরকে লাইসেন্স দিয়েছে। এর মধ্যে ২৩টি লাইসেন্স পিটবুল জাতের কুকুর। পুরসভার ভেটেরিনারি অফিসার ডাঃ অভিনব ভার্মা বলছেন, কায়সারবাগের ওই বৃদ্ধার লাইসেন্স, পুরসভার তরফে তা জারি করা হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরসভার টিম। সেই সময় বাড়িতে তালা লাগানো ছিল। কাজেই দল ফিরে আসে কুকুরটিকেও ধরা যায়নি।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad