রাজ্যে এখন শিল্প ও কৃষিতে বিনিয়োগ আসছে, ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবেঃ কর্মীদের বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ অভিষেক বানার্জীর পরে মঞ্চে আসেন বিশিষ্ট গায়ক নচিকেতা। তিনি গানে গানে বলে ওঠেন, "তুমি আসবে বলেই সন্ত্রাস গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলেই দেশটা এখন গুজরাট হয়ে যায়নি।" এরপর বক্তব্য রাখেন মমতা। উপস্থিত লক্ষ লক্ষ মানুষকে উদ্দেশ্য করে বলেন, এই বৃষ্টির মধ্যেও যখন আপনাদের সরাতে পারেনি, তখন ২০২৪ সালে আপনাদের সাহায্যে যএই বৃষ্টি বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, করোনার জন্য আমরা গত ২ বছর সভা করতে পারিনি। এই ২ বছরে আমরা অনেককে হারিয়েছি। তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিজেপি সব জায়গায় সরকার ভাঙ্গছে, এটাই ওদের কাজ। কিন্তু, এখানে পারেনি। তৃণমূল কংরেস থাকলে লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থসাথী সহ অনেক কিছুই পাবেন। তিনি বলেন, কর্মীদের উচিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, সারা ভারতে যেখানে বেকারী বাড়ছে, রাজ্যে কমছে। মনে রাখবেন, রাজ্য শিল্প ও কৃষিকে নিয়ে এগোবে। প্রছুর কর্মসংস্থান হবে। রাজ্যে বিনিয়োগ বাড়ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad