ইডি র হাতে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আটক অর্পিতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ইডির রাতভর জেরার পর গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়ককে। শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত টানা ২৭ ঘন্টা জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এর বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা এবং ৫০ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা উদ্ধার করা হয়। এর আগে, এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কিন্তু সূত্র মারফত জানা গেছিল, তিনি সিবিআই এর বহু প্রশ্নের উত্তর সেদিন এড়িয়ে গিয়েছিলেন। এবার সরাসরি তাঁর বাড়িতে অভিযান চালালো ইডি।
তবে শুধুমাত্র, প্রাক্তন শিক্ষামন্ত্রী বা শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতেই নয়, এস এস সি দূর্নীতি মামলায় যাদের নাম প্রকাশ্যে এসেছে বা যাদের উপর সন্দেহ রয়েছে, সেইসব জায়গায় আজ হানা দিয়েছে ইডি। উল্লেখ্য, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা বেনিয়মে স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিও যায় অঙ্কিতার। এমনকী বেতনের টাকাও তাঁকে ফেরাতে হচ্ছে। বাবা মন্ত্রী হওয়ার জেরেই বেনিয়ম করে অঙ্কিতা স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন পরেশ অধিকারীর বেশ কয়েকজন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এছাড়াও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বড়িতেও এদিন অভিযানে যায় ইডি। স্কুলে চাকরির বিনিময়ে বিপুল পরিমাণ টাকার লেনদেনের সূত্র খুঁজতেই ইডির এই বিশেষ অভিযান বলে জানা গিয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad