হিন্দু পুরোহিত খুনে যুক্ত খালিস্তানি সন্ত্রাসবাদীকে ধরে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কারঃ এনআইএ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ২০২১ সালের জানুয়ারিতে পাঞ্জাবের জলন্ধরে এক হিন্দু পুরোহিত-হত্যা মামলায় অভিযুক্ত খালিস্তান টাস্ক ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জরের মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গেছে, কানাডার আরশদীপ সিং ওরফে আর্শ ওরফে নিজ্জরএর নির্দেশে জলন্ধরের ফিল্লৌরের ভর সিং পুরা গ্রামের পুরোহিত কমলদীপ শর্মার খুনের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। এন আই এ এর এক আধিকারিক বলেন, নিজ্জর বর্তমানে কানাডায় বসবাস করছেন এবং খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর প্রধান। নিজ্জর ভারতে শিখস ফর জাস্টিসের বিচ্ছিন্নতাবাদী এবং সহিংস এজেন্ডাও প্রচার করছে। তিনি জানান, ওই পলাতক অভিযুক্তের সঙ্গে সম্পর্কিত যে কোনও তথ্য বা তাকে গ্রেপ্তার বা গ্রেপ্তারে সাহায্য করে এরকম কোন তথ্য কারো জানা থাকলে, এন আই এ তাকে পুরষ্কৃত করবে। প্রাথমিকভাবে ২০২১ সালের ৩১ জানুয়ারি পাঞ্জাব পুলিশ এই মামলা দায়ের করে এবং ২০২১ সালের ৮ অক্টোবর এনআইএ তদন্তভার গ্রহণ করে। এই মাসের শুরুতে মোহালির বিশেষ এনআইএ আদালতে নিজ্জর তথা আর্শদীপ সিং এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad