নতুন সংসদ ভবনের জাতীয় প্রতীকঃ বিরোধীরা জাতীয় প্রতীককে বিকৃত করার অভিযোগ তুলেছে

নিজস্ব প্রতিনিধিঃ নতুন সংসদ ভবনের উপরে স্থাপন করা নতুন জাতীয় প্রতীক নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বিরোধীরা জাতীয় প্রতীককে বিকৃত করার অভিযোগ করেছে এবং অবিলম্বে এর পরিবর্তন চেয়েছে। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী টুইটারে বলেন, "নরেন্দ্র মোদীজি, দয়া করে সিংহের মুখটি ভালো করে দেখুন। যদি প্রয়োজন হয় তবে এটি সংশোধন করুন।“ বিরোধী দলীয় সদস্য ও কর্মীরাও মোদী সরকারকে নিশানা করে বলেছেন, মূল জাতীয় প্রতীকটি সুন্দর এবং শান্ত-সমাহিত রাজকীয় ছিল, নতুনটি আক্রমনাত্মক এবং অসামঞ্জস্যপূর্ণ। এই প্রসঙ্গে এএসআই-এর প্রাক্তন এডিজি বি আর মানি বলেন, ভারতের সংসদ ভবনের উপরে বসানোর জন্য অনুলিপি করা হয়েছিল ১৯০৫ সালে খনন করা অশোক স্তম্ভটি অনুসারেই। বিরোধী দলের নেতাদের দাবিকে ভিত্তিহীন বা অর্থহীন বলব না, তবে এ বিষয়ে রাজনৈতিক মন্তব্য করা ঠিক হবে না।
তিনি বলেন, মূল স্তম্ভটি ৭-৮ ফুট এবং নতুনটি প্রায় ২১ ফুট। আলাদা আলাদা দৃষ্টিকোণে ভিন্ন মনে হতে পারে। ৯.৫ টন ওজনের কাস্টের ভাস্কর সুনীল দেওর বলেন, কেউই এর শিল্পকর্মকে প্রভাবিত করেনি। দেওর বলেন, বিভিন্ন অ্যাঙ্গেল অনুযায়ী অভিব্যক্তিতে একটি উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। তিনি যআরো বলেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে পোস্ট করা ফটোগুলি নীচের দিক থেকে নেওয়া হয়েছিল। তাই, অভিব্যক্তিগুলি আক্রমনাত্মক বলে মনে হয়েছিল এবং মুখটা আরও বড় বলে মনে হয়েছিল।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad