ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রে কমপক্ষে ২২ জন নিহত, আহত ১০০

নিউজ ডেস্কঃ আবার রুশ ক্ষেপনণাস্ত্র হামলায় মধ্য ইউক্রেনে ২২ জন নিহত ও প্রায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, সামরিক মূল্যহীন স্থানে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। সামরিক আধিকারিকরা জানিয়েছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভ থেকে ২৬৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভিনিৎসিয়ার বেসামরিক বাড়িগুলিতে আঘাত হেনেছে। ভিনিৎসিয়া অঞ্চলের গভর্নর সের্হি বোরজোভ বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী উৎক্ষেপণ করা মোট চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটিকে ধ্বংস করেছে। ইউক্রেনের পুলিশ প্রধান ইহোর ক্লিমেঙ্কো বলেন, নিহতদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ছয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং ৩৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া ৫২ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩৪ জন গুরুতর আহত হয়েছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন আঞ্চলিক স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ওলহা জাদারোঝনিয়া। আহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। ভিনিৎসিয়ার বাসিন্দা স্ভিতলানা কুবাস (৭৪) নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সেখানে একটি মেডিকেল সংস্থার একটি ভবন ছিল। যখন প্রথম রকেটটি আঘাত হানে, তখন আমার জানালার সব থেকে কাচ ভেঙ্গে যায়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত রাশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক আরটি-র প্রধান মার্গারিটা সিমোনিয়ান তার মেসেজিং অ্যাপ চ্যানেলে বলেন, সামরিক আধিকারিকরা তাকে বলেছেন যে ভিনিৎসিয়ায় একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে কারণ এতে ইউক্রেনীয় "নাৎসিরা" ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad