ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, দাবানলে ছারখার বিস্তীর্ণ অরণ্য, মৃত ১০০

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ সোমবার ইউরোপ এবং যুক্তরাজ্যের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে এক তীব্র তাপপ্রবাহ, সৃষ্টি করে ভয়ানক তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা এবং দাবানলের কারণে শত শত মানুষ মারা যায়। এই অবস্থাকে আবহাওয়াবিদরা "অ্যাপোক্যালিপস" নামে অভিহিত করেছেন। স্পেন এবং পার্শ্ববর্তী পর্তুগালে তাপপ্রবাহে কমপক্ষে ৭৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে এই মাসে তাপমাত্রা ১১৭ ডিগ্রিতে পৌঁছেছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, ওয়েলসের রেকর্ড সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৯৫.৫ ডিগ্রি ফারেনহাইট।
২৫ জুলাই, ২০১৯ তারিখে কেমব্রিজ বোটানিক গার্ডেন এলাকায় তাপমাত্রা ছিল ১০২ ডিগ্রী। এবারে সোমবার সেই রেকর্ড না ভাঙলেও আজ তা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ব্রিটিশ সরকার এই তাপপ্রবাহকে "জাতীয় জরুরি অবস্থা" হিসাবে বর্ণনা করেছে। ইংলিশ চ্যানেলের অন্য দিকে, ফ্রান্সের বেশ কয়েকটি শহর ও শহরে সোমবার তাদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্রিটানির স্বাভাবিক নাতিশীতোষ্ণ উপকূলে সেন্ট-ব্রিউক ৩৯.৫ ডিগ্রি সেন্টিগ্রেডে শীর্ষে ছিল। পশ্চিমাঞ্চলীয় শহর নান্তেস ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা ১৯৪৯ সালে স্থাপিত ৪০.৩ সি এর দশকের পুরানো উচ্চতাকে অতিক্রম করেছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরোন্ডে অঞ্চলে, শুকনো পাইন অরণ্যজুড়ে এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা দুটি বড় দাবানler কারণে ৩২,০00 লোককে সরিয়ে নিয়ে যেতে হয়েছে এবং ১৯,০ হেক্টরেরও বেশি (৪৬,০০০ একর) বন ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিসের আধিকারিকরা জানিয়েছেন, জলবোঝাই বিমান দিয়ে জল ছড়ানো হলেও তীব্র বাতাস ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad