তাইওয়ানে চীন সেনার ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞের রহস্যমৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ চীন, তাইওয়ান ও আমেরিকা নিয়ে এক টালমাটাল পরিস্থিতে হোটেলের একটি ঘর থেকে চিন সেনার ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিন সেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘর থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের কারণ উদ্ধারে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মৃত ইয়াং লি শিং ন্যাশনাল চাং-শ্যান ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহকারি অধিকর্তা ছিলেন। এ বছরই তিনি সহ-অধিকর্তার পদে আসীন হন। ব্যবসা সংক্রান্ত সরকারি কাজে তিনি পিংতুং গিয়েছিলেন। ন্যান্স পেলোসির তাইওয়ান সফরের খবর পাওয়ার পরে পরে ইয়াং লি শিংকে সেনা মহড়ার প্রস্তুতি নিতে বলা হয়। তাঁর নেতৃত্বে হওয়া সেনামহড়ায় সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি। দিন কয়েকের মধ্যে তাঁর বেজিং ফিরে আসার কথাও ছিল। হোটেলে থাকাকালীন ওই শীর্ষকর্তার সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, হোটেলের কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর মতন একজন শীর্ষকর্তার রহস্যমৃত্যুতে চিনা প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন। তারা এই ঘটনাটিকে কোনওভাবেই হাল্কা করে দেখছে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad