হিরোশিমায় পারমানবিক বোমা হামলার ৭৭ বছর পূর্তি , পারমাণবিক অস্ত্র একটি 'লোডেড বন্দুক', জাতিসংঘ প্রধান

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হিরোশিমা পিস পার্কের প্রার্থনায় যোগ দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানালেন, "পারমাণবিক অস্ত্র অর্থহীন। এটা কোনো নিরাপত্তার নিশ্চয়তা দেয় না- শুধু মৃত্যু ও ধ্বংস।" আজ হিরোশিমা পারমানবিক বোমা হামলার ৭৭ বছর পূর্তি পালন করছে স্মৃতি ভারাক্রান্ত হৃদয়ে। এমন এক সময় এই অনুষ্ঠান পালিত হচ্ছে যখন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চলেছে। চীনের যুদ্দবিমান উড়ছে তাইওয়ান এর আকাশে। ঠিক এই মুহুর্তে জাতিসংঘের প্রধানের এই কথাগুলি একটা ভিন্ন বার্তা দিচ্ছে। তিনি পুরানো ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, "প্রায় ৭৬ বছর পরে, আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে ১৯৪৫ সালে এই শহরের উপরে নেমে আসা মাশরুম মেঘ থেকে আমরা কী শিখেছি।" 

 ১৯৪৫ সালের ৬ ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে শহরটি ধ্বংস করে এবং ১৪ লক্ষ মানুষকে হত্যা করে। তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় বোমা নিক্ষেপ করে নিহত হয় আরও ৭০ হাজার মানুষ। জাপান ১৫ ই আগস্ট আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এশিয়ায় জাপানের প্রায় অর্ধ-শতাব্দীর আগ্রাসনের অবসান ঘটে। ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার পারমাণবিক হামলার হুমকির মধ্যে তৃতীয় পারমাণবিক বোমা হামলার আশঙ্কা বেড়েছে। 

 হিরোশিমার মেয়র কাজুমি মাৎসুই পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেন, 'তিনি তার নিজের জনগণকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং অন্য দেশের নিরপরাধ বেসামরিক মানুষের জীবন ও জীবিকার ক্ষতি করছেন।' মাতসুই ৭৭ বছর আগে তার শহরকে ধ্বংস করার মতো ভুলগুলি পুনরাবৃত্তি না করার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad