শেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মারা গেলেন

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ মারা গেলেন অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ত মিখাইল গর্বাচভ। মস্কোর উপকণ্ঠে সেন্ট্রাল ক্লিনিকাল হসপিটাল রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে জানিয়েছে, 'গুরুতর ও দীর্ঘ অসুস্থতার পর' মঙ্গলবার রাতে মিখাইল গর্বাচেভ মারা যান। মিখাইল গর্বাচেভ, প্রাক্তন সোভিয়েত নেতা, যার সংস্কারের ফলে তার নিজের দেশে ভাঙ্গন এবং মধ্য ও পূর্ব ইউরোপ জুড়ে কমিউনিজমের বিলুপ্তি ঘটে। ১৯৩১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে একটি কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। গর্বাচেভ আইন অধ্যয়নের জন্য মস্কোতে যান, কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। পরে তিনি রাইসাকে বিয়ে করেন। একসাথে, তারা কমিউনিজমের চেহারা পরিবর্তন করতে লেগেছিলেন। মিখাইল গর্বাচেভ রক্তপাত ছাড়াই 'কোল্ড ওয়ার' এর সমাপ্তি ঘটিয়েছিলেন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন রোধ করতে ব্যর্থ হয়েছিলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র হ্রাস চুক্তি এবং পশ্চিমা শক্তিগুলির সঙ্গে অংশীদারিত্ব তৈরি করেছিলেন আয়রন কার্টেন অপসারণের জন্য যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপকে বিভক্ত করেছিল এবং জার্মানিকে আবার যুক্ত করেছিল। ১৯৯০ সালে গর্বাচেভ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যখন তিনি সরকাররের উপর দলের নিয়ন্ত্রণ হ্রাস করার জন্য আমূল সংস্কার শুরু করেন। তার শাসনকালে হাজার হাজার রাজনৈতিক বন্দী ও ভিন্নমতাবলম্বীদের মুক্তি দেয়া হয়। রাষ্ট্রপতিপদ থেকে সরে দাঁড়ানোর পর গর্বাচেভ বিশ্বজুড়ে অনেক পুরস্কার ও সম্মান লাভ করেন। তিনি ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কারও লাভ করেন। স্নায়ুযুদ্ধের অবসানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad