প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে লাদাখের মেষপালকদের আটক করেছে চিনা সেনারা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পূর্ব লাদাখের দক্ষিণাঞ্চলীয় ভারতীয় অঞ্চল ডেমচকের দক্ষিণ-পশ্চিমে একটি স্থানে চীনা সেনারা লাদাখের মেষপালকদের আটকায় বলে ভারতীয় মেষপালকরা অভিযোগ করেন। এই ঘটনাটি ২১ অগস্টের বলে জানা গিয়েছে। চীনা সেনারা ভারতীয় মেষপালক এবং গবাদি পশুকে এলএসি-র ভারতীয় পক্ষে থাকা সত্ত্বেও আপত্তি জানিয়েছিল। এরপর গত সপ্তাহে দুই দেশের সামরিক আধিকারিকরা এ ব্যাপারে বৈঠক করেন। মেষপালকরা, যারা সিন্ধু নদীর চারপাশে তাদের পশুদের চরায়, সেই এলাকাটি ডেমচক এর তীরে অবস্থিত। গত সপ্তাহে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) এই ঘটনা ঘটে এবং মঙ্গলবার উভয় পক্ষের সামরিক কমান্ডাররা বৈঠকে মিলিত হন বলে সূত্র জানিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad