২০০০ সালের পর ২০২২ এ পাহাড়ে পঞ্চায়েত ভোট

ভয়েস ৯, কলকাতাঃ ২০০০ সালের জুন মাসে সুভাষ ঘিসিংয়ের আমলে শেষবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হয়েছিল পাহাড়ে। তারপর কেটে গেছে ২২ বছর। তারপর রাজ্যে চারবার পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলেও পাহাড় সেই নির্বাচন থেকে দূরে ছিল। পাহাড়ে পুরসভা ভোট হয়েছে, জিটিএ নির্বাচন হয়েছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচন হয়নি। ২২ বছর বাদে সেই নির্বাচন এবার হতে চলেছে। দার্জিলিং, কার্শিয়াং, মিরিক ও কালিম্পং মহকুমার গ্রামীণ এলাকায় এই নির্বাচন হবে। পাহাড়ে পঞ্চায়েত ভোটের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছিলেন জিটিএ-র চিফ এক্সিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনীত থাপা ও হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ড। ২৬ অগাস্ট তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠান। তার চারদিনের মধ্যেই পাহাড়ের পঞ্চায়েত ভোট নিয়ে সবুজ সংকেত দিলেন মুখ্যমন্ত্রী। শুধু ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনীত থাপা ও হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ড নন, পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলিও একই দাবি জানায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad