পাকিস্তানে নিখোঁজ সেনাবাহিনীর হেলিকপ্টার, ছিলেন উচ্চপদস্থ সামরিক অফিসার

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বেলুচিস্তানে বন্যা ত্রাণে অংশগ্রহণকারী একটি পাকিস্তানি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র এ খবর জানিয়েছেন। এই হেলিকপ্টারে পাকিস্তান সামরিক বাহিনীর ১২ কমান্ডার সহ ৬ জন আরোহী ছিলেন। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি ও দুই মেজর ছাড়াও পাকিস্তান কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও ওই কপ্টারে ছিলেন। এটা দুর্ঘটনা, না কি নাশকতা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও এই অঞ্চলে কোনও জঙ্গি গোষ্ঠী হেলিকপ্টারে হামলার দায় স্বীকার করেনি। তা সত্বেও ঘটনাটি হামলা কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা। পুলিশ কর্মকর্তা পারভেজ উমরানি রয়টার্সকে জানিয়েছেন, হেলিকপ্টারটি ছয় ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে এবং উদ্ধার অভিযান শুরু হলেও হেলিকপ্টারটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ সোমবার বন্ধ করে দিতে হলেও, মঙ্গলবার সকালে অনুসন্ধান পুনরায় শুরু হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad