আজ ১২ বছর বয়সী আর্চির লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আদালতে আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরে চিকিৎসকরা আজ আর্চি ব্যাটার্সবির লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে পারেন। যুক্তরাজ্যের আপিল আদালত সোমবার জাতিসংঘের অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, মঙ্গলবার দুপুর থেকে ডাক্তারদের চিকিৎসা বন্ধ করার অনুমতি দেওয়া হবে। যদিও আর্চির চিকিৎসকরা প্রাথমিকভাবে সোমবার দুপুর ২টা থেকে এটি বন্ধ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু আদালতের রায়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়। চিকিৎসকরা বলেছিলেন আর্চির ব্রেন-স্টেম ডেড এবং চিকিত্সা বন্ধ করা উচিত তার সর্বোত্তম স্বার্থে। আর্চি ব্যাটার্সবি। মাত্র ১২ বছরের একটি ফুটফুটে ছেলে। বাড়িতে কোনো কারণে মস্তিষ্কে আঘাত পান। আর্চির মা হোলি ডান্স জানিয়েছিলেন,গত ৭ এপ্রিল এসেক্সের সাউথেন্ডের বাড়িতে তার ছেলেকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে আর জ্ঞান ফিরে পায়নি। মিসেস ডান্স বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন আর্চি সম্ভবত একটি অনলাইন চ্যালেঞ্জে অংশ নিয়েছিল। এরপর আর্চিকে নিয়ে যাওয়া হয় হেলথ এনএইচএস ট্রাস্টের একটি হাসপাতালে। সেখানে তাকে রাখা হয় লাইফ সাপোর্ট সিস্টেমে। হোয়াইটচ্যাপেলের রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ওই যন্ত্রের ওপরই ভরসা রেখেছে ছেলেটি। আর্চির মা মনে করেন, তার ছেলে অনলাইন গেম খেলতে গিয়ে মস্তিষ্কে আঘাত পেয়েছিল।
যুক্তরাজ্যের উচ্চ আদালত লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করার পর আর্চির পরিবার জাতিসংঘের দ্বারস্থ হন। জাতিসংঘ তার পিতামাতার অনুরোধে বিষয়টি খতিয়ে দেখার সময় মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ১২ বছর বয়সী শিশুটির চিকিৎসা বিলম্বিত করার কথা ভেবেছিল। যুক্তরাজ্যের আপিল আদালত সোমবার জাতিসংঘের অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, মঙ্গলবার দুপুর থেকে ডাক্তারদের চিকিৎসা বন্ধ করার অনুমতি দেওয়া হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad