বিস্ফোরণ রেকর্ড করার জন্য টুইন টাওয়ারে ১০টি ব্ল্যাক বক্স লাগানো হল

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এতদিন বিমান-দুর্ঘটনার কারণ নির্ণয় করার জন্, তথ্য সংগ্রহের জন্য বিমানের মধ্যে রাখা হতো ব্ল্যাক বক্স। যেখানে থাকত, ভয়েস ও ডাটা রেকর্ডার। এবারে, টুইন টাওয়ারে বসানো হচ্ছে এই ব্ল্যাক বক্স। বিস্ফোরণের সম্পূর্ণ রেকর্ড যাতে সেন্ট্রাল বিল্ডিং রোড রিসার্চ ইনস্টিটিউটের (সিবিআরআই) হাতে থাকে, সে জন্য রবিবার দু'টি ভবনেই ১০টি ব্ল্যাক বক্স বসিয়েছেন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এখন এই ব্ল্যাক বক্সগুলি টুইন টাওয়ারের অভ্যন্তরে বিস্ফোরণের রেকর্ড করবে। যে সংস্থা টুইন টাওয়ার ভাঙ্গছে, সেই এফডিআই-এর মালিক উৎকর্ষ মেহতার কথায়, বিস্ফোরণের সময় বাইরে থেকে এই দৃশ্য দেখা যায়, কিন্তু ভিতরে কী হচ্ছিল তা বোঝা যায় না। এমন পরিস্থিতিতে সিবিআরআই-এর বিজ্ঞানীরা টাওয়ারের ভিতরে ১০টি ব্ল্যাক বক্স বসিয়েছেন। এই ব্ল্যাক বক্সগুলিতে টাওয়ারের পতনের একটি ভিজ্যুয়াল রেকর্ড থাকবে। অর্থাৎ, কী ভাবে বিস্ফোরণ হল এবং কী ভাবে ধসে পড়ল ধ্বংসাবশেষ। এর একটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হবে। তা ছাড়া শব্দ কতটা ছিল, অর্থাৎ বিস্ফোরণ কত দ্রুত হয়েছিল, তা রেকর্ড করা হবে। এর যাবতীয় তথ্য বিশ্লেষণ করবেন সিবিআরআই-এর বিজ্ঞানীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad