কী হবে অনুব্রতর? বুধবার হাজিরা এড়ালে কি গ্রেপ্তারী? সংশয় বাড়ছে

রজত সেন, কলকাতাঃ সোমবারের গেরো থেকে কোনো রকমে পাশ কাটিয়ে বীরভূমের বাড়িতে ফিরে গিয়েছিলেন অনুব্রত। কিন্তু গেরো তার কাটছে না। আবার হাজিরার নির্দেশ সিবিআই এর এবার দশম বার। অনুব্রত এবার কী করবেন। মাত্র একবার সিবিআই এর ডাকে সাড়া দিয়েছিলেন। কিন্তু এবার শিয়রে ‘শমন’। কারণ, সোমবার তাকে ভর্ত না করে এস এস কে এম যে ‘সাহস’ দেখিয়েছে, সেটা তার কাছে ভীষণ ইঙ্গিতপূররণ। কারণ এর আগে ভর্তি থাকার কোনো অসিবিধা হয়নি এই বাঘা নেতার। কিন্তু, এবারে বিধি বাম। তার মনে এরকম সংশয় সৃষ্টি হতেও পারে, যে এই মুহুর্তে দল তার পাশে নেই। কারণ, পার্থ চ্যাটার্জীর মতো ২ নম্বর স্থানের নেতা যদি ইডির জালে পড়তে পারেন, তাহলে তার অবস্থা কী হবে সেটা জানাই। জানা গেছে, তিনি বাড়িতে ফেরার পরই গিয়েছিল সিবিআই এ বুধবার হাজিরার ই-মেল। আর এটাই আশঙ্কার। কারণ দিল্লি থেকে উড়ে এসেছেন সিবিআই এর অ্যাডি শনাল ডিরেক্টর। এসেই মিটিং করেছেন গরু পাচারের তদন্তকারী অফিসারদের সঙ্গে। আজ তার বাড়িতে নোটিশ দিয়ে আসে সিবিআই এর প্রতিনিধি। সেখানে জানানো হয়েছে, বুধবার তাকে সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে উপস্থিত হতে হবে। এবারে কি তিনি হাজিরা এড়াবেন? কিন্তু একটা সংশয় আছে, হাজিরা এড়ালে গ্রেপ্তারীর আশঙ্কা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad