দুর্নীতিতে অভিযুক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করছে তৃণমূল? অভিষেক কি সেই বার্তাই দিলেন?

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমে ২১ এ জুলাই এর মঞ্চ থেকে মমতা, তারপর অভিষেক। আবার অভিষেক। সোমবার কোচবিহার ও নদিয়া জেলার জনপ্রতিনিধি ও জেলা সংগঠনের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে নদীয়ার দুই বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যকে ডাকা হয়নি। নিঃসন্দেহে এটা তাৎপর্যপূর্ণ। এদের না ডেকে, দল এই বার্তাটাই দিতে চাইলেন অভিযুক্তদের সঙ্গে দল একসঙ্গে চলার পক্ষপাতি নয়। 
আর গতকালের এই বৈঠকে মৌখিকভাবেই তা জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে এক হয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, আলাদা আলাদা দল করা যাবে না। তিনি কড়া বার্তা দিয়ে বলেন, জনপ্রতিনিধি ও নেতাদের জীবনযাপনে অস্বচ্ছতা ধরা পড়লে কঠি ব্যবস্থা নেবে দল। উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং গতকাল অনুব্রতর পিছনে দলকে সেভাবে দাঁড়াতে দেখা যায়নি। কাজেই পঞ্চায়েত ভোটের আগে দলের ভাবমূর্তি ফেরাতে দলীয় নেতৃত্ব যে কড়া বার্তা দেবেন, এটাই স্বাভাবিক। এছাড়া, সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি জেলার কয়েকজন নেতার সম্পর্কে বেশ কিছু খবর নেতৃত্বের কানে পৌঁছেছে। সেই সমস্ত নেতাদেরও কি পরোক্ষে বার্তা দিলেন অভিষেক?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad