স্ত্রীকে হত্যা করে ‘নিজেকে রক্ষায়’ তাবিজ নিতে গিয়ে সিআইডির হাতে গ্রেপ্তার স্বামী

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: ঢাকার গাজীপুরে স্ত্রীকে হত্যা করে বরিশালে এসে বিপদ আপদ থেকে রক্ষা পেতে মসজিদের ইমামের কাছ থেকে তাবিজ নেওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছেন স্বামী। রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গা সাগর দিঘি সংলগ্ন মসজিদ থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির বরিশাল জেলা ও মেট্টো শাখার এসআই আবুল কালাম এসব তথ্য জানান। 

গ্রেপ্তার লালচাঁদ মোল্লা (৪০) সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর এলাকার হাসান মোল্লার ছেলে। সিআইডির কর্মকর্তা কালাম জানান, লালচাঁন গাজীপুর নগরীর কোনাবাড়ির কুদ্দুসনগর এলাকায় ভাড়া বাসায় শনিবার (২৭ আগস্ট) তার স্ত্রী রিনা আক্তারকে (৩৬) হত্যা করে। খবর পেয়ে দুপুরে রিনার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিনা সিরাজগঞ্জের আন্দারকোটাপাড়া গ্রামের গেদু শেখের মেয়ে। গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, স্ত্রীকে হত্যার পর লালচাঁন পালিয়ে মাধবপাশা দুর্গা সাগর এলাকায় আত্মগোপন করে। পরে প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বরিশাল জেলা ও মেট্টো শাখার অভিযানিক দলের সদস্য কনস্টেবল আকিদুর রহমান বলেন, শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে লালচাঁন স্ত্রীকে সজোরে লাথি দিয়ে ঘর বাইরে থেকে আটকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখতে পায় স্ত্রীর মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়ে রয়েছে। যখন বুঝতে পেরেছে স্ত্রী মারা গেছে তখন পালিয়ে বরিশাল চলে আসে। 

লালচাঁন এক সময় মাধবপাশা এলাকায় বাদশা সর্দারের গরুর ফার্মে চাকরি করতো। শনিবার রাতে ফার্মের পাশের একটি ঘরে আসে। রাতে ওই ঘরে ছিলো। রোববার দিনভর এদিক-সেদিক ঘোরাঘুরি করে। দুর্গা সাগর সংলগ্ন একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে ইমামের কাছে গিয়ে বিপদ-আপদ থেকে রক্ষার তাবিজ ও দোয়া চায়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad