৪৪ বছর ধরে বন্ধ পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের রহস্য, বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকার ওড়িশা সরকারের

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের রহস্য উদঘাটন নিয়ে আর টি আই এর জবাব দিতে অস্বীকার করলো ওড়িশা সরকার। ফলে, এই মুহূর্তে এই রহস্য উদ্ঘাটিত হচ্ছে বলে মনে হয় না। জানা গেছে, ওডিশা সরকার পুরীর প্রাচীন দ্বাদশ শতাব্দীর মন্দিরের রত্ন ভান্ডারের ভিতরের ভল্টগুলি পুনরায় খোলার পরিকল্পনা বাতিল করেছে। এক আরটিআই এর জবাবে, রাজ্য সরকাও মন্দিরের মূল্যবান রত্নভান্ডার সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করতে রাজি নয় বলে জানিয়েছে। রাজ্যের আইন বিভাগের অধীনস্থ শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) বোলাঙ্গিরের আরটিআই কর্মী হেমন্ত পাণ্ডার প্রশ্নের উত্তর দেয়নি। জনস্বার্থে তথ্য আদানপ্রদান না করায় সম্প্রতি এসজেটিএ অফিসার এস কে চ্যাটার্জিকে জরিমানা করেছে রাজ্য তথ্য কমিশন। মন্দিরের প্রশাসক (উন্নয়ন) অজয় কুমার জেনা বলেন, এসজেটিএ রত্নভান্ডারের অভ্যন্তরে ভল্ট খোলার সিদ্ধান্ত নিতে পারে না। তাই আগামী বৈঠকে শ্রী জগন্নাথ মন্দির পরিচালন সমিতির সামনে বিষয়টি পেশ করা হবে। এসজেটিএ তখন পরিচালন কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে, তখনই মন্দিরের ট্রেজারি বেসমেন্ট খোলা যেতে পারে। বিধানসভার বিরোধী দলনেতা জয়নারায়ণ মিশ্র অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার কখনও কোষাগার খোলার চেষ্টা করেনি, যদিও এতে সোনা, হীরার গহনা, মূল্যবান পাথর এবং অন্যান্য মূল্যবান গহনা রয়েছে। বিজেপি নেতা বলেন, ১৯৫৫ সালের শ্রী জগন্নাথ মন্দির আইন অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর রত্না ভান্ডার পরিদর্শনের বিধান রয়েছে। তা সত্ত্বেও গত ৪৪ বছর ধরে বন্ধ রয়েছে এই অমূল্য মজুত। শাসক বিজেডি এখনও এই বিষয়ে কিছু জানায়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad