ঘানার চিড়িয়াখানায় সিংহের শাবক চুরি করতে গিয়ে সিংহীর আক্রমণে মৃত্যু যুবকের

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ রীতিমতো দুঃসাহস! আর এই ‘সাহসের’ জন্যই প্রাণ গেল এক ৩০ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে ঘানার আক্রা চিড়িয়াখানায় গতকাল। চিড়িয়াখানার আধিকারিকরা জানিয়েছেন, রাজধানী আক্রার চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে লাফ দিয়ে সিংহের থাকার জায়গায় প্রবেশ করে ওই ব্যাক্তি। সেখানে তখন একটা সিংহ, একটি সিংহী ও দুটি শাবক ছিল। জানা গেছে, ওই ব্যাক্তি চুপি চুপি একটি শাবক নিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সিংহ ও সিংহী তাকে আক্রমণ করে। চিড়িয়াখানা-রক্ষীরা সোমবার দুপুরে আক্রা চিড়িয়াখানায় সিংহের ঘেরের ভিতরে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান।
স্থানীয় মিডিয়া জয় অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি একটি শাবক চুরি করার জন্য সিংহের ঘেরে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে বন কমিশন বলেছে যে অনুপ্রবেশকারীর উদ্দেশ্য এখনও নির্ধারণ করা হয়নি। পুলিশের এক মুখপাত্র বলেন, 'ওই ব্যক্তি কীভাবে সীমাবদ্ধ এলাকায় ঢুকল তা নিশ্চিত করতে আমরা মামলাটি তদন্ত করছি। এ ঘটনার পর বন কমিশন জানিয়েছে, 'চিড়িয়াখানার পশুরা যাতে নিরাপদ থাকে তা নিশ্চিত করতে'। বন কমিশনের আধিকারিকরা চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। পুলিশের এক মুখপাত্র বলেন, 'ওই ব্যক্তি কীভাবে সীমাবদ্ধ এলাকায় ঢুকল তা নিশ্চিত করতে আমরা মামলাটি তদন্ত করছি। আক্রা চিড়িয়াখানাটি ১৯৬০-এর দশকের গোড়ার দিকে ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে এনক্রুমাহ দ্বারা একটি ব্যক্তিগত চিড়িয়াখানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬৬ সালে তিনি পরাজিত হওয়ার পর পর আক্রা চিড়িয়াখানা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad