জর্জিয়া: বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গুলি করলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক

প্রতীকি চিত্র
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
জর্জিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষকের বিরুদ্ধে সেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। শনিবার মধ্যরাতে গাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই ছাত্রের। স্থানীয় পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। ক্যারলটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ৪৭ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক রিচার্ড সিগম্যানের বিরুদ্ধে ১৮ বছর বয়সী অ্যানা জোন্সকে হত্যার অভিযোগ আনা হয়েছে। 
 পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি নিরাপত্তা রক্ষীকে বলেছিলেন যে সিগম্যান একটি পিৎজা রেস্টুরেন্টে তর্কাতর্কির সময় এক ব্যক্তিকে গুলি করার হুমকি দিয়েছিল। এর পর ওই নিরাপত্তা কর্মীরা সিগম্যানকে চলে যেতে বলেছিল। তদন্তে জানা গেছে, সিগম্যান সেখান থেকে উঠে পার্কিং লটের দিকে এগিয়ে যান এবং পার্ক করা গাড়িলক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। এই সময় গাড়িতে বসে থাকা জোন্সকেও গুলি করা হয়। পুলিশ জানিয়েছে, জোন্স গুলিবিদ্ধ হওয়ার পর তার এক বন্ধু তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইউনিভার্সিটি অব ওয়েস্ট জর্জিয়া স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সিগম্যানকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। সিগম্যান বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, জোন্সও একই স্কুলের ছাত্র ছিলেন। পশ্চিম জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন কেলি এক বিবৃতিতে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শিক্ষার্থী অ্যানার পরিবার ও তার অনেক বন্ধুর প্রতি সমবেদনা জানাতে চাই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad